নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা: রূপে গুণে কমতি নেই লাক্স তারকা মিমের।নিজেকে গ্ল্যামারাস উপস্থাপন করতেও তার জুডি মেলা ভার। আর নানা লুকে নিজেকে প্রতিনিয়ত হাজির করতেও কসরত কম করেন না এই গ্ল্যামারকন্যা।

ফলস্বরূপ ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রূপালি পর্দাতেও আলো ছড়াচ্ছেন তিনি।
সম্প্রতি দুই বাংলার যৌথ প্রযোজনায় শুরু হয়েছে ‘ব্ল্যাক’ ছবির কাজ। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম।
রাজচন্দ পরিচালিত এ ছবিটির জন্য খাটা-খাটুনিও কম করছেন না মিম।ছবির নামের সঙ্গে মিল রেখে চুলের লুকও পরিবর্তন করলেন তিনি। হ্যাঁ, পুরোপুরি কালো চুলের জাদুতে দর্শকদের মাত করবেন মিম।
এ প্রসঙ্গে মিম প্রিয়.কমকে বলেন, ‘ব্ল্যাক’ ছবিতে আমার চুলের লুকও ব্ল্যাক থাকবে।ছবির শুটিং শুরুর আগেই আমার চুলের লুক পরিবর্তন করেছি।
এতদিন নিজের চুলের নতুন লুকের খবর কাউকে না জানালেও ইদানিং মাঝে মধ্যে সেলফি তুলে জানান দিচ্ছেন চুলের এই বিশেষ পরিবর্তনের কথা।
নিউজবাংলা/একে