নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:

একেএম নুর আলম নয়ন , জামালপুর প্রতিনিধি:
“হাত ধোয়ার অভ্যাস করি, সুস্থ্য সবল জীবন গড়ি” স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে সাবান উৎসব রোববার সকাল ১১ অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে বগারচর ইউনিয়নের আলির পাড়া মফিজ উদ্দিন বহুমুখি উচ্চ বিদ্যালয়ে সাবান উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য , নিরাপদ পানি ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার লক্ষে এই সাবান উৎসবের আয়োজন করা হয়।
প্রতিটি শিক্ষার্থী একটি করে সাবান নিয়ে হাত উচু করে সাবান প্রদর্শনের মধ্য দিয়ে সাবান উৎসব পালিত হয়।
সাবান উৎসবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক আবদুল আজিজ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম লিচু গাজী, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, আলিরপাড়া গ্রাম ওয়াশ কমিটির সভাপতি গাজী নুর আলী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির পিও মোজাহিদুল ইসলাম ,শিক্ষক আবু রায়হান, শিক্ষার্থী তামান্না আক্তার প্রমুখ।
সাবান উৎসব শেষে ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ অর্থায়নে নির্মাণ ছাত্রীদের জন্য দুই কক্ষ বিশিষ্ট স্যানিটারী ল্যাট্রিনের উদ্বোধন করা হয়।

নিউজবাংলা/একে