নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুলাপুরে ইমদাদুল হক (২০) নামের এক যুবক দেড় মাস যাবৎ নিখোঁজ হলেও তাকে খুজে পায়নি তার পরিবার।

সে উপজেলার মন্দুয়ার গ্রামের মোঃ মহির উদ্দিন মোলা ছেলে।

নিখোঁজ ইমদাদুল হকের পরিবার জানায, গত ৮ জুলাই বিকালে বাড়ী থেকে বের হলে সে আর ফিরে আসেনি। এমতাবস্থায় আতœীয় স্বজনের বাড়ী সহ বিভিন্ন যায়গা খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় গায়ে কালো রংঙ্গের চেক সার্ট ও পড়নে কালো ফুল প্যান্ট পড়া ছিল। গায়ের রং শ্যাম, উচ্চতা ৫ ফুট, মাথার মাঝখানে চুল নাই। কোন সহ্নদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে ০১৭২১ ৬৭৮২৮৯ মের্সাস জোহরা ট্রের্ডাস সাদুলাপুর অগ্রনী ব্যাংক সংলগ্ন, সাদুল্যাপুর ,গাইবান্ধা ঠিকানায় যোগাযোগের করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

নিউজবাংলা/একে