হোটেলে অনৈতিক কাজ: ১৫ কলেজ ছাত্র-ছাত্রী আটক
নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের একটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। বিভিন্নস্থান থেকে স্কুল কলেজের বিপথগামী যুবতিদের এনে এসব ব্যবসায় নিয়োজিত করা হচ্ছে।
গত রবিবার পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের বিভিন্ন রোম থেকে ১৫ ছাত্র-ছাত্রীকে আটক করেছে। দিনভর পুলিশের নানা নাটকের পর রহস্যজনক কারণে তাদের কে ছেড়ে দেয়ায় নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে ওই হোটেলের মালিক দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের দেহ ব্যবসা জমজমাট করে তোলেছে। ইতোপূর্বে বেশ কয়েকবার এই হোটেল থেকে যুবক যুবতিকে আটক করেছিল গত রবিবার শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলমের নেতৃৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হোটেলে অনৈতিক কাজে লিপ্তথাকাবস্থায় কলেজ ছাত্র ইয়াসিন (২৬), ফারুক আহমেদ (২৭), ম্যানেজার মাসুক মিয়া (৩০), রিপন মিয়া (২৭), জমির উদ্দিন (২৫), কামাল মিয়া (১৮), রফিক উদ্দিন (২০), ওয়াসিম উদ্দিন (১৮), এছাড়া কলেজ ছাত্রী বিলকিস (১৮), সুজেনা (১৯), পারুল (১৭), জরিনা (১৮), মাহমুদা (১৮), চম্পা (১৭), শিমলা (১৮) কে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য যে ঐ হোটেলের মালিক ম্যানেজারকে আগেই ছেড়ে দেন ওসি সাহেব।
এ ব্যাপারে সাংবাদিকরা ওসির কাছে জানতে চাইলে দেই/দিচ্ছি বলে বার বার এড়িয়ে যান। ওসি ইয়াসিনুল হক কোন স্বার্থে তথ্য দেয়া নিয়ে নাটক শুরু করেন। অবশেষে রাত ৯টায় ওসি ইয়াসিনুল হক জানান মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
নিউজবাংলা/একে