নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুরে গলায় রশি দিয়ে বেলাল হোসেন (২৪) নামের এক   আনছার ব্যাটালিয়ন সদস্য আত্বহত্যা করেছে।

থানা সুত্রে জানাযায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজী সন্তোলা গ্রামের নুরুল ইসলামের পুত্র বেলাল হোসেন (২৪) সোমবার ভোর রাতে বাড়ির পাশ্ববর্তী বাশ ঝাড়ে গিয়ে বাশের সাথে রশি বেধে আত্বহত্যা করে। পরে এলাকার লোকজন ঝুলন্ত লাশ দেখতে পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, এনিয়ে নিহতের বড় ভাই আবদুল মোন্নাফ মিয়া বাদী হয়ে ইউডি মামলা দায়ের করেছে। পরে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

নিউজবাংলা/একে