নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

ঢাকা: আগামী অক্টোবরে মুক্তি পেতে চলেছে ইরোটিক থ্রিলার ‘নক নক’। বাড়িতে একা রয়েছেন। হঠাৎ দরজায় ঠক ঠক। বর্ষার রাতে অচেনা দুই সুন্দরীর প্রবেশ। ফোন খারাপ হয়ে যাওয়ার অজুহাত। তার পরই অঘটন।

 

 

এক বছর বাদে কিয়ানু রিভসের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে এ বছর। ছবিতে তাঁর চরিত্রের নাম ইভান ওয়েবার। পেশায় একজন আর্কিটেক্ট। সুখী পরিবার তাঁর। স্ত্রী, দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন। স্ত্রী ক্যারেন-ও একজন সফল শিল্পী।

ছবিতে মহিলা ভিলেন বা ভ্যাম্প এর আগেও দেখা গিয়েছে। কিন্তু এমন আপাত নিরীহ সুন্দরী তন্বীরা যে অমন ভয়ানক হতে পারেন, সেটা না দেখলে বিশ্বাস করবেন না। টানটান থ্রিলারটি পরিচালনা করেছেন এলি রথ।

এমন একটা অবস্থায় কাঁধের একটা চোট নিয়ে বাড়িতে একা থাকতে হয় ইভানকে। বর্ষার রাতে দুই সুন্দরী- জেনেসিস (লরেঞ্জা ইজো) আর বেল (আনা দে আরমাস) ইভানের দরজায় সাহায্যের জন্য আসেন। বাড়িতে ঢুকে তাঁরা একের পর এক যা কাণ্ড করে তা এক দিকে যেমন উষ্ণ অন্য দিকে ।

 

নিউজবাংলা/একে