নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: বহু কাল ধরে নারী-পুরুষ মিলিত হচ্ছে এবং বংশ বৃদ্ধি করে চলেছে। বহু কাল ধরেই আবার এই মিলনকে আরো আকাঙ্ক্ষিত করে তুলতে নানা গবেষণা চালাচ্ছে মানুষ। সাউদার্ন ক্যালিফোর্নিয়া সেন্টার ফর সেক্সুয়াল হেলথ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মিখাইল ক্রিচম্যান এসব কথা বলেন। যৌন স্বাস্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে মানুষ আজ অবধি গবেষণা করে চলেছে। তবে এ ক্ষেত্রে প্রাকৃতিক সমাধান খুঁজতেই মানুষের আগ্রহ বেশি বলে মনে করেন তিনি। যৌনতাকে আরো বেশি আনন্দদায়ক এবং উপভোগ্য করতে প্রাকৃতিক খাবার এবং হার্বাল পণ্যকে বেশি কার্যকর বলেই মন্তব্য করেন এই গবেষক।