হাতিয়ায় বেড়ীবাঁধ ছিঁড়ে ৪ ইউনিয়ন প্লাবিত
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি:
পূর্ণিমার জোয়ারে বেড়ীবাঁধ ছিঁড়ে ও কোথাও বেড়ীবাঁধ না থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৪টি ইউনিয়নের সবক’টি গ্রাম ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছে। হাতিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এসব এলাকার সাধারণ মানুষের জন্য ৪ টন চাল বরাদ্দ ঘোষণা করা হয়েছে। হাতিয়ার সুখচর, নলচিরা, চরকিং ও চরঈশ্বর ইউনিয়ন সহ নিঝুমদ্বীপ, ক্যারিংচর ও নলেরচরে অস্বাভাবিক জোয়ারে পুরো এলাকা প্লাবিত হয়।
নিউজবাংলা/একে