একাধিক মামলার আসামি জালাল ইয়াবাসহ গ্রেফতার
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:
হত্যা, অস্ত্র, অগ্নিসংযোগ ও মাদকসহ একাধিক মামলার আসামি জালাল উদ্দিন ওরফে টিন জালালকে মঙ্গলবার রাতে থানা পুলিশ ১৫ পিচ ইয়াবাসহ ঈশ্বরদী বাজার রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করে।
সে পুর্বটেংরী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। অপরদিকে একইদিন রাতে কাচারিপাড়ার কাঁশফলতলার নিকট থেকে ১০ পিচ ইয়াবাসহ কূখ্যাত মাদক সমাজ্ঞী রোজীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে কাচাড়িপাড়া মহল্লার মুরাদের স্ত্রী। গোঁপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ওসি তদন্ত আবু ওবায়েদ জানান, একাধিক মামলার আসামি জালাল ও রোজীকে ধরার জন্য পুলিশ অনেক দিন থেকে চেষ্টা করে আসছিল।
নিউজবাংলা/একে