গাইবান্ধায় মাদক ব্যবসায়ী আটক
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুরে ৩৫০ পিচ ইয়াবাসহ রতন চন্দ্র (৪২) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৩।
বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ। আটক রতন চন্দ্র উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের নগেন চন্দ্রের ছেলে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে গাইবান্ধা র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে রতন চন্দ্র এর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। পরদিন গ্রেফতারকৃত রতনকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
নিউজবাংলা/একে