রাধে মা-র বিরুদ্ধে ফের এফআইআর দায়ের!
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: ফের নতুন করে অস্বস্তিতে রাধে মা৷ মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ৷ টিভি অভিনেত্রী ডলি বিন্দ্রার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে৷
কয়েকদিন আগেই বরিভালি পুলিশ স্টেশনে রাধে মা-র বিরুদ্ধে যৌন হেনস্তা সহ একাধিক অভিযোগ দায়ের করেছিলেন ডলি৷ তবে শুধু রাধে মা নয়, তার পরিবারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে৷
এক পুরুষ ভক্তের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য রাধে মা তাঁর উপর চাপ সৃষ্টি করছিল বলেও দাবি করেছেন এই টিভি অভিনেত্রী৷ এর আগেও গত মাসে অন্য একটি মামলায় রাধে মা-র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷
নিউজবাংলা/একে