নগরকান্দায় হাট-বাজারে স্বাস্থ্যসম্মত গণ-শৌচাগারের অভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে, জনদুর্ভোগ চরমে
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
মিজান বাবু ,নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্যসম্মত গণ-শৌচাগার না থাকায় এলাকার ব্যবসায়ী ও জনসাধারনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরকান্দা উপজেলার প্রায় প্রতিটি বাজারের গণ-শৌচাগার সংস্কারের অভাবে ও নিয়ম মেনে ব্যবহার না করার ফলে এখন ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। শৌচাগার গুলোর দেয়াল, দরজা ও পানির লাইন সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ শৌচাগারে হাত ধোয়ার জন্য সাবান ও পর্যাপ্ত পানির যোগান নেই। আবার কিছু অসচেতন মানুষ শৌচাগার ব্যবহারের সঠিক নিয়ম না জানায় শৌচাগার নোংরা কোরে ফেলছে।
সংশ্লীষ্ট সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলায় ২১ টি হাট-বাজার প্রতি বছর সরকারি ভাবে ইজারা দেওয়া হয়। এ সব হাট-বাজার ইজারার আয়ের একটি অংশ নগরকান্দার হাট-বাজারের উন্নয়নে ব্যয় করার বিধান রয়েছে।
তবে এলাকার ব্যবসায়ী ও জনসাধারনের অভিযোগ, হাট-বাজারে রাস্তা, ঘাট, ড্রেন, গণ-শৌচাগারের পর্যাপ্ত অভাব থাকলেও দেখার কেউ নেই। ড্রেনের অভাবে একটু বৃষ্টি হলেই বাজারের মধ্যে হাটু পানি জমে যায়। বাজারে ডাস্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বাজারের গণ-শৌচাগার গুলো সংস্কারের অভাবে ও সঠিক ভাবে ব্যবহার না করার ফলে এখন ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। শৌচাগারের মল ও আবর্জনা নিয়মিত পরিস্কার না করার কারনে এ গুলো ব্যবহার করা দুরের কথা, এর পাশ দিয়ে চলাচল করাই এখন অসম্ভব। পথচারিরা অনেক সময় বাধ্য হয়ে নাক আটকিয়ে অনেক কষ্ট করে চলাচল করে থাকে।
এলাকার সচেতন ব্যক্তিরা মনে করেন, হাট-বাজার ইজারার টাকা যথাযত ভাবে কাজে লাগিয়ে অধিক জন গুরুত্বপুর্ন সমস্যা সমাধানে সরকারের সংশ্লীষ্ট কর্তৃপক্ষের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ। সেই সাথে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার কি ভাবে ব্যবহার করতে হয়, সে সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করা খুবই জরুরী।
নিউজবাংলা/একে