সাদুল্যাপুরে বানভাসীদের মাঝে খাদ্যে বিতরণ
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদু্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাদুল্যাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ জাহিদুল ইসলাম মুসল্লীদের কাছে আর্থিক সহযোগিতা সংগ্রহ করে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজেন সাইফুৃল ইসলাম, সাদুল্যাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা লেহিনা। এছাড়াও সাদুল্যাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুজিবর রহমান সাদুল্যাপুর মডেল প্রাথমিক বিদ্যালয় ও সাদুল্যাপুর ডিগ্রী কলেজে আশ্রিত বন্যা কবলিত দেড় শতাধিক ব্যক্তিদের এক বেলা খাবারের ব্যবস্থা করেন।
বন্যার্তদের মাঝে সকলের সহযোগিতা কামনা করছেন এসব ভুক্তভোগী পরিবারের লোকজন। এ দিকে সংসারের শেষ সম্বল গরু ছাগল, হাঁস, মুরগী নিয়ে নানা সংকটে পড়েছেন এ সব বন্যা কবলিত লোকজন। ভুক্তভোগী পানিবন্দি ফারুক, ছক্কা, আবুল সহ একাধিক ব্যক্তি বলেন, এখন পর্যন্ত তারা সরকারী কোন অর্থ কিংবা সাহায্য না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নিউজবাংলা/একে