সানশাইনকে বসকোর হুমকি
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
মো: শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি:
অনলাইন সংবাদপত্র ও সাদাকালো সংবাদপত্র সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রচার করায় রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)।
ওই বক্তব্য প্রত্যাহারে আগামী রোববার পর্যন্ত পত্রিকাটিকে সময়ও বেঁধে দিয়েছে সংগঠনটি। বসকোর রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন বৃহস্পদিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৬শে আগষ্ট দৈনিক সানশাইন তার প্রথম পাতায় আন্ডারগ্রাউন্ড মিডিয়ার সাংবাদিক নামধারীরা যেনো ‘ফ্রাংকেষ্টাইনের দানব’ শিরোনামে কলাম ছেপেছে। তাতে লেখক রাশেদ রিপন অনলাইন ও সাদাকালো সংবাদপত্র অবমাননাকর বক্তব্য পরিবেশন করেছেন। এর মধ্য দিয়ে তিনি এসব গণমাধ্যমকে হেয় প্রতিপন্য করেছেন। তার ওই সংবাদের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) এবং বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ।তিনি আরো বলেন, কলাম লেখক রাশেদ রিপন যদি তার ওই বক্তব্যের জন্য সাংবাদিকদের নিকট প্রকাশে ক্ষমা না চান তাহলে তারা প্রতিবাদে রাস্তায় নামাবেন। প্রয়োজনে আদালতের দারস্থও হবেন তারা।এ বিষয়ে বসকোর কেন্দ্রিয় সভাপতি খায়রুল আলম রফিক বলেন, এটা খুবই দু:খজনক। সাংবাদিকতার ক্ষেত্রে একজন সাংবাদিক কখনো এমন ভাবে কাউকে হেয় প্রতিপন্ন করতে পারেন না। এটা নি:সন্দেহে উদ্দেশ্যমূলক। তিনি ওই কলাম লেখককে বিকৃতি মানুষিকতার বলেও উল্লেখ করেন।তিনি ওই কলাম প্রত্যাহার করে নিতে দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও কলাম লেখক রাশেদ রিপনকে রোববার পর্যন্ত সময় বেধে দেন। অন্যথায় আইনী পদক্ষেপ নেয়ার হুশিয়ারী দেন।
নিউজবাংলা/একে