নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

সিলেট: সিলেটের শাহরিয়ার মজুমদার নামে গণজাগরণ মঞ্চের কর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহরের সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহরিয়ার আর্কিটেকচার বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী সে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এটা আত্মহত্যা না খুন তা বলতে পারছি না।’

নিহতের লাশ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজবাংলা/একে