নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

 

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে মারধোর ও শ্লীতাহানী ঘটনায় বখাটে নুরুল আমিন রাহুলকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের লোকড়া বাজার থেকে রুহুলকে গ্রেফতার করা হয়।

 

 

আটকৃত নুরুল আমিন জানায়, সে যখন মেয়েটিকে মারে তখন তারই ২ বন্ধু রাজনগর এবং উমেদনগর এলাকার নোমান, শাকিল নামের ভিডিও করেছিল। তাদের ৩জনের নামে তথ্য প্রযুক্তি এবং নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

হবিগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বাকীদেরকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।

তিনি জানান, হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে নুরুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রাজনগর এতিম খানা সড়কের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার কন্যা তাছরিন আক্তার অর্ণা তা প্রত্যাখ্যান করে। এতে সাড়া না পেয়ে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণির ছাত্র রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে উত্তম মধ্যম দেন। এতে রুহুল উত্তেজিত হয়ে ২৮ আগস্ট হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে মেয়েটিকে চরথাপ্পর মারে। পরে বৃহস্পতিবার ঘটনাটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইউটুবে প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে সর্বত্র।

পরে মেয়েটিকে চর-থাপ্পর মারার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউটুবে ছড়িয়ে পড়ায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে, ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন ছাত্র-শিক্ষক অভিভাবকসহ সাধারণ মানুষ। ইভটিজিং ও অশ্লীলতা বন্ধের দাবীতে হবিগঞ্জে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এতে হবিগঞ্জে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। সকাল ১০ টায় মানববন্ধনে ঐ বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করের বক্তাগণ।

নিউজবাংলা/একে