নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

আব্দুল্লাহ আল নোমান:

টাঙ্গাইলের গালা বাজারে আগুন লেগে ৯ টি দোকান পুড়ে গেছে। আজ সকাল ৯ টা ৪৫ মিনিটে এ অগ্নিকান্ড ঘটে।

 

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক  শটসার্কিটের গোলযোগের কারনে আগুন লেগেছে।

দোকান ব্যবসায়ীদের ও মালিকদের দাবি আনুমানিক ১ কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের দাবী ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গালা বাজার দোকান মালিকের সেক্রেটারি বলেন, এ অগ্নিকান্ডে প্রায় ১০ টি দোকান পুড়ে গেছে।  এতে আমাদের ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আমাদের এ ক্ষতি বিশাল।  আমাদের কোন দোকান বিমা করা নেই। বিমা না করায় আমরা ক্ষতিগ্রস্থ। সরকারে কাছে আমাদের দাবি আমাদের যে ক্ষতি হয়েছে এটা বিবেচনা করে আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করা হোক।
এ বিষয়ে অনামিকা ফার্নিচার হাউজের কার্তিক চন্দ্র পাল বলেন, পাশের এক দোকানে অটোগাড়ি চার্জ দিতেছিল, হঠাৎ করে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়।  মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমার দোকানে ১০ থেকে ১২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।

দোকান মালিক  সিরাজ বলেন,  দোকানে আগুন লাগায় আমরা পথে বসে গেছি।  আমার ৭ থেকে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক আমাদের দুটি ইউনিট গিয়ে ২০মিনিট কাজ করার পড় আগুণ নিয়ন্ত্রনে আশে। আমরা ধারনা করছি ১০ থেকে ১২ লাগ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজবাংলা/একে