নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

মুন্সীগঞ্জ সংবাদদাতা:

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য।

তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন তাতে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য। সে দিন আর বেশি দূরে নয়।

আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া (শিমুলিয়া) নদী বন্দরে স্পীডবোট ও ট্রলার চালকদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন মন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে।

বিআইডব্লিউটিএর এনইউপি, এনডিসি, পিএসসি, বিএন চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতীথির ভাষন দেন সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এ সময় আরও বক্তব্য রাখেন সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়াসহ (বিএসপি পিএসসি বিএন) স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটির কর্মকর্তাবৃন্দ।

নিউজবাংলা/একে