নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় একটি মাজারে ঢুকে দিনেদুপুরে দুইজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- রহমত উল্লাহ প্রকাশ ওরফে নেংটা ফকির (৫২) এবং আবদুল কাদের (২৫)।

আজ শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) পরিতোষ ঘোষ জানান, ওই এলাকার নেংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে হত্যা করেন এক যুবক। এ ঘটনা দেখে ফেলায় কাদের নামে আরেকজনকে গলাকেটে হত্যা করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ঘাতককে ধাওয়া করে প্রায় দুই কিলোমিটার নিয়ে যায়। এসময় স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ‍এতে তিনজন আহত হয়।

 

নিউজবাংলা/একে