নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

যশোর সংবাদদাতা:

যশোর: যশোর সেনানিবাস থেকে হেলাল উদ্দিন নামে এক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

হেলাল ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার সৈনিক নম্বর ১৪৪৭৯২৫।

কোতোয়ালি থানার ওসি সিকদার আককাস আলী জানান, নিহতের গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা মঞ্জুর আলী খান জানান, হেলাল উদ্দিনসহ ১১ জন সেনা-ব্যারাকের একটি কক্ষে থাকতেন। গভীর রাতে কেউ তার গলা কেটে দেয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিউজবাংলা/একে