নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন জুয়াড়িকে ১২শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিষ্ট্রট) মুহাম্মদ আসাদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন-উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলি পাড়া গ্রামের মৃত উকিল আলী ছেলে আবদুল খালিক (৪৮), একই গ্রামের মৃত আবদুল আলীর ছেলে চান মিয়া (৩৫), আমতৈল জমসেরপুর গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে আলমগীর আহমদ (৩৬)।
থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই ফিরোজ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাটলি পাড়া গ্রামের খছরু মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজবাংলা/একে