নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

আজ শনিবার (৫সেপ্টেম্বর) উপজেলার কাশিল শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও জন্মাষ্টমী বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী বণাঢ্য শোভাযাত্রাটি নাকাছিম নিমতলা চত্বর থেকে দুপুর আড়াইটার দিকে বের হয়ে কাশিল বটতলা সহ প্রায় ৩কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে নাকাছিম পূর্বপাড়া শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন এডভোকেট উপেন্দ্রনাথ সরকার, কৃষিবিদ সুনীল রায় স্বপন, পালপাড়া সার্বজনীন হিন্দু পরিষদের উপদেষ্টা ডা. হরিমোহন সরকার, আওয়ামীলীগ নেতা বাবু সাধন চন্দ্র সরকার, কাশিল শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি তুলশী সরকার, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সরকার প্রমূখ। শ্রী শ্রী মদ্ভগবদ গীতাপাঠ করেন শ্রী জিয়স চন্দ্র সরকার।

নিউজবাংলা/একে