গ্রেপ্তারের পর কারাগারে সাকার ছেলে হুম্মাম
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
২০০৮ সালে মারামারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সিএমএম আদালতে পাঠালে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
জামিন শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজবাংলা/একে