নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

গতকাল সকালে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন গাইবাবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবীবের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, ওসি ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যপক আঃ জলিল, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, মাওঃ কোরবার আলী ও বাবু প্রভাত চন্দ্র অধিকারী প্রমূখ। প্রধান অতিথি গাইবাবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ডিজিটাল মেলা ও ইন্টারনেট   সপ্তাহ/২০১৫ উদ্বোধন করেন, এবং মেলার ৩২টি স্টল পরিদর্শন করেন।

নিউজবাংলা/একে