নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

মেষ: ব্যবসায় আকস্মিক ভাটা চিন্তা বাড়িয়ে দেবে। উচ্চশিক্ষা ও গবেষণার বাধা কেটে যেতে পারে।

বৃষ: মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে বাহবা জুটতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ বাড়বে। প্রেমপ্রণয়ে জটমুক্তি।

মিথুন: উদ্ভাবনী শক্তিতে বাধা কাটিয়ে কর্মে উন্নতি। পারিবারিক বিবাদ মিটে যেতে পারে।

কর্কট: ব্যবসায় অংশীদারের চালচলনে বাড়তি নজর দরকার। কর্মস্থল পরিবর্তনের চেষ্টায় আশার আলো। প্রেমপ্রণয়ে জটমুক্তি।

সিংহ: বৈষয়িক গোলযোগে সংসারে অশান্তি বাড়তে পারে। অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা।

কন্যা: কর্তৃপক্ষের আনুকূল্যে কর্মস্থলে কুচক্রীদের মোকাবিলা। বিশেষ কাউকে ঘিরে দাম্পত্যে ভুল বোঝাবুঝি। বিতর্কবিবাদ থেকে বিড়ম্বনা।

তুলা: বুদ্ধিবিভ্রমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বন্ধুর সাহায্যে দুঃসময়ে কেটে যেতে পারে।

বৃশ্চিক: দীর্ঘবঞ্চনার পরে কর্মকুশলতার স্বীকৃতির যোগ। সময়োচিত সিদ্ধান্তের অভাবে শুভ কাজে বাধা। হজমের গণ্ডগোল ভোগাবে।

ধনু: নিজ কৌশলে ব্যবসায় জটিলতার মোকাবিলা করে অগ্রগতি। মূল্যবান দ্রব্যাদি হারানোর আশঙ্কা। একাধিক পথে অর্থাগমের সম্ভাবনা।

মকর: মানসিক শক্তির সদ্ব্যবহারে শত্রু মুক্তি। কোনও বন্ধুর অনৈতিক আচরণে ক্লেশ ও সম্পর্ক ছেদের আশঙ্কা। গৃহ নির্মাণের জন্য ব্যাংক মঞ্জুরের সংবাদ মিলতে পারে।

কুম্ভ: উপস্থিতবুদ্ধি ও বিচক্ষণতার জোরে কার্যসিদ্ধি। বিপদে পাশে দাঁড়াতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা।

মীন: কোনও আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় পারিবারিক মানহানির আশঙ্কা। কর্মস্থলে জটিলতা কেটে যেতে পারে।

নিউজবাংলা/একে