কন্যা: কর্তৃপক্ষের আনুকূল্যে কর্মস্থলে কুচক্রীদের মোকাবিলা। বিশেষ কাউকে ঘিরে দাম্পত্যে ভুল বোঝাবুঝি। বিতর্কবিবাদ থেকে বিড়ম্বনা।
তুলা: বুদ্ধিবিভ্রমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বন্ধুর সাহায্যে দুঃসময়ে কেটে যেতে পারে।
বৃশ্চিক: দীর্ঘবঞ্চনার পরে কর্মকুশলতার স্বীকৃতির যোগ। সময়োচিত সিদ্ধান্তের অভাবে শুভ কাজে বাধা। হজমের গণ্ডগোল ভোগাবে।
ধনু: নিজ কৌশলে ব্যবসায় জটিলতার মোকাবিলা করে অগ্রগতি। মূল্যবান দ্রব্যাদি হারানোর আশঙ্কা। একাধিক পথে অর্থাগমের সম্ভাবনা।
মকর: মানসিক শক্তির সদ্ব্যবহারে শত্রু মুক্তি। কোনও বন্ধুর অনৈতিক আচরণে ক্লেশ ও সম্পর্ক ছেদের আশঙ্কা। গৃহ নির্মাণের জন্য ব্যাংক মঞ্জুরের সংবাদ মিলতে পারে।