নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: ‘বজরঙ্গি ভাইজান’ ছবির জুটি সালমান খান ও কারিনা কাপুর খান। সম্প্রতি টাইমস সেলেবেক্স-এর জুলাই মাসের এ তালিকাটি প্রকাশ করা হয়েছে সেলেবেক্স জুলাইয়ের তালিকায় প্রকাশ হয় শীর্ষে স্থানে রয়েছেন এই জুটি।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া টাইমস-এর এই মাসভিত্তিক তারকা জরিপ এরই মধ্যে বলিউডের সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ হিসেবে বিবেচিত হয়েছে। টাইমস সেলেবেক্স-এর তারকা জরিপে বেশ কয়েকভাবেই তথ্য সংগ্রহ করা হয়।

সালমান খান তার ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘বজরঙ্গি’ চরিত্রটির পাশাপাশি, ‘হিরো’ এবং নতুন ছবি ‘প্রেম রতন ধ্যান পায়ো’ ছবির সংবাদ, সামাজিক যোগাযোগ ও তিনটি পণ্যের অ্যাম্বসেডর হওয়ার সুবাদে এবং কারিনা কাপুর খান ‘বজরঙ্গি ভাইজান’, নতুন ছবি ‘উড়তা পাঞ্জাব’ ও দশটি পণ্যের অ্যাম্বাসেডর হওয়ার কারণেই এই শীর্ষ অবস্থানে এসেছেন।

নিউজবাংলা/একে