নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের ৭নং নুরপুর ইউনিয়নের নোয়াগাও (সূচিউড়া) গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী মোঃ সৈয়দ মিয়ার ছেলে ইলিয়াস (১৮)।

গত সোমবার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, গত রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ সৈয়দ মিয়ার ছেলে ইলিয়াস মিয়া ৫ বছরের ওই শিশুটিকে জোরপূর্বক মুখে চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করে ছেড়ে দেয় বলে শিশুটির মা মোচ্ছাঃ ফুল বানু জানান। পরে শিশুটি মায়ের কাছে সব খুলে বলে। ঐ এলাকার কয়েকজন মুরব্বীকে বিষয়টি জানানো হলে তারা দেখছি বিচার করব বলে টালবাহানা শুরু করেন এমন অভিযোগ ও করেন শিশুটির মা ফুল বানু।

শিশুটির মা জানান যে আমি ঈদেও ছুটিতে ঢাকা থেকে গত বৃহস্পতিবার এসেছি আমার মেয়ে রাতে আমায় ঐ ঘটনাটি বলে।

ধর্ষীত শিশুটির মা ফুল বানু আরো বলেন, আমি তার বাবা মারা যাওয়ার পর থেকে তাকে আমারমা ,ভাইদের কাছে রেখে অভাবের তারনায় ঢাকার মীরপুর এলাকার আজমত গ্র“পের গার্মেন্টেসে চাকরী করি। তবে শিশুটির নানী বা মাম কেউই এই বিষরয় জানেন না বলেন শিশুটির মামা রুহুল আমিন। হতবাগ হবার বিষ হল ৫ বছরের শিশুটি ধর্ষণ হল কিন্তু তার নানী বা মাম কেউই যানেন না এই বিষয়টি সবার কাছে নানা প্রশ্ন কি ভাবে তারা বলছেন যে জানেন না। ৫ বছরের শিশু কিভাবে কোনো চিকিৎসা ছাড়া ৭/৮দিন থাকল। এমন প্রশ্ন সবার মূখে।

শিশুটির মা কেদে বলেন যে, এখন আমি কি করব ভেবে পাচ্ছিনা। উলঠো ধর্ষকের বাবা ভয়ও দেখাছেন যে কাউকে কিছু না বলার জন্য। তারা হাসপালে আসার পরও ঐ ধর্ষকের বাবা সৈয়দ মিয়া হাসপাতালে আসেন এবং বলেন যে চিকিৎসা করে বাড়িতে আসার পর বিচার করব এবং কাউকে কিছু না বলার জন্য ও বলে যান।

নিউজবাংলা/একে