নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

নাটোর সংবাদদাতা :

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের উৎস পালন করা উচিত বলে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

 

 

তিনি বলেন, যে দেশের প্রধানমন্ত্রী একদিনে ২৬হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে নজির সৃষ্টি করেন। যার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে তথ্য প্রযুক্তিতে রোল মডেল হিসেবে দেখা হয়। এসেছে কৃষি, বিদ্যুত, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন খাতে অভাবনীয় সাফল্য।
আজ সোমবার বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন মেলা ২০১৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত কুবীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম,ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার, ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দসহ সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারিরা।

এর আগে উপজেলা উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে ফিতা কেটে উপজেলা উন্নয়ন মেলার উদ্বোধন ও মেলায় আগত বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি স্টোল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

নিউজবাংলা/একে