নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

নাটোর প্রতিনিধি :

আগ্নেয়াস্ত্র ও গুলি বহনের দায়ে লাকি আক্তার  নামে এক নারীকে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে নাটোর জেলা ও দায়রা জজ আদালত।

গতকাল সোমবার  দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা: লুৎফা বেগম এ আদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত লাকি আক্তার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন পাড়া এলাকার দুরমত আলীর মেয়ে। সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ নভেম্বর র্যাব-৫ এর একটি দল নাটোর-রাজশাহী মহাসড়কে অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী অ্যানি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে লাকি আক্তারের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নাটোর সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

সোমবার দুপুরে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাকি আক্তারকে ১৭ বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন।

নিউজবাংলা/একে