নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথের গাড়ী ছিনতাই মামলার আসামী সেই তবারক আলীকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

সে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র। তবারকের বিরুদ্ধে গাড়ি ছিনতাইর অভিযোগে বিশ্বনাথ ও জগন্নাথপুর থানায় একাদিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল সোমবার বেলা ২টায় উপজেলার আশুগঞ্জ বাজার এলাকা থেকে এএসআই নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, একটি ট্রাক চুরির মামলায় ২০১১ সালের ২৫ নভেম্বর বিশ্বনাথ থানায় দুই দিনের রিমান্ডে তবারক আলীকে আনা হলে সে পুলিশকে বোকা বানিয়ে থানা হাজত থেকে পালিয়ে গিয়েছিল। ৭ ঘন্টা পর নাটকীয়ভাবে ফের তাকে গ্রেফতার করে পুলিশ। তৎকালীন ঐ ঘটনায় বিশ্বনাথ থানা পুলিশের দুই কর্মকর্তাকে ক্লোজও করা হয়।

নিউজবাংলা/একে