ইলিয়াস নিখোঁজ রহস্য উম্মোচিত হবেই…. ইলিয়াস পত্নী লনুা
নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য উম্মোচিত হবেই।
একদিন না একদিন সত্য বেরিয়ে আসবে। আমাদের বিশ্বাস ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা সে দিনের অপেক্ষায় আছি।
গত রোববার সন্ধ্যা ৭টায় ইলিয়াস আলী নিজ গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা আরো বলেন, দীর্ঘ ৩বছর ধরে আমার স্বামী নিখোঁজ। এতদিন অতিবাহিত হওয়ার পরও আমরা তার কোন সন্ধান জানিনা। অথচ সরকার ও তার প্রশাসনযন্ত্র আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ করে নাই। বার বার উনারা প্রসঙ্গ এড়িয়ে গেছেন। নিশ্চুপ থেকেছেন। তারা বলেছেন উনি (ইলিয়াস) লুকিয়ে আছেন। লুকিয়ে যদি থাকেন তাহলে সরকারের উচিত তাকে খুঁজে বের করে প্রমাণ করা যে তিনি লুকিয়ে ছিলেন।
গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াদুদ বিএসসি’র সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান।
হাফেজ জায়েদ আহমদের কোরআন তেলাওয়াত ও সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা শরিফ উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অলংকারী ইউপি নির্বাচনে সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, অলংকারী ইউনিয়ন বিএনপি সভাপতি বজলু মিয়া, বিশিষ্ট মুরব্বী হাজী আলফু মিয়া, হাজী আবদুল বারী চুনু, হাজী খলিলুর রহমান, হাজী আওলাদ মিয়া ও বিএনপি নেতা আশিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মখলিছ মিয়া, রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, আবদুল হেকিম, হাজী আবদুর রহিম, হাজী ইরশাদ আলী, আবদুস সালাম, লিয়াকত আলী, আফরুজ আলী, ফারুক আহমদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শামীমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, ইলিয়াস পুত্র লাবিব ইলিয়াস। অনুষ্ঠান শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা কাজী আবদুল ওয়াদুদ।
নিউজবাংলা/একে