রংপুরে চোলাইমদ পানে নিহত ৪
নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:
রংপুর সংবাদদাতা:
রংপুর শহরের পাটহাট বিহারী পল্লী এলাকায় চোলাইমদ পান করে চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদিকে, চারজনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মদ বিক্রেতার বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নিহতরা হলেন- নগরীর চাঁদহাটের বিহারী পাড়ার শুক্কুর আলীর ছেলে আব্দুল গফুর (৩০), একই এলাকার শফীউদ্দিনের ছেলে মো. নাসিম (৪০), তার ছোটভাই মনু মিয়া (৩৫) ও বীরভদ্র বালাটারি এলাকার আব্দুল লতিফের ছেলে আজমল (৪০)।
রংপুর জেলার এসপি আব্দুর রাজ্জাক চারজনের মৃত্যু এবং ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজবাংলা/একে