পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার
নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাত এবং মঙ্গলবার সকাল ১০টার দিকে সুহেলি গ্রামের একটি পুকুর থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ঐশী (৬) ও পাঁচ মাস বয়সী রুমান।
বেলা ১১টার দিকে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারণা শিশু দুটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে মায়ের সঙ্গে ৫ মাস বয়সী রুমান ও দাদীর সঙ্গে ৬ বছর বয়সী ঐশী ঘুমাতে যায়। পরে রাত আড়াইটার দিকে পুকুর থেকে প্রথমে রুমানের লাশ উদ্ধার করা হয়। এরপর সকাল ১০টার দিকে একই পুকুর থেকে ঐশীর লাশ উদ্ধার করে পুলিশ। এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজবাংলা/একে