নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার সন্ধ্যায় সজীব ওয়াজেদ তার নিজস্ব ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি করেন।
ইংরেজি এবং বাংলায় দেওয়া্ স্ট্যাটাসে জয় লিখেছেন, `খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকান্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।’
স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যে ৫ হাজার ২১২টি লাইক পড়ে। শেয়ার হয় ৩৬২টি।

নিউজবাংলা/একে