এসএসসি ও এইচএসসির নৈর্ব্যক্তিকে ১০ নম্বর কমছে
নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০১৭ সাল থেকে উক্ত দুটি পরীক্ষায় সকল বিষয়ের নৈর্ব্যক্তিক অংশে ১০ নম্বর করে কমানো হবে। পরিবর্তে ১০ নম্বরের জায়গায় যুক্ত হবে সৃজনশীল অংশ।
আজ বুধবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া আগামী বছর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তর আগে দিতে হবে। এরপর এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।
নিউজবাংলা/একে