নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: এ বছর সাহিত্যে নোবেল পেলেন বেলারুশ লেখিকা সোয়েতলেনা আলেক্সিভিচ ( Svetlana Alexievich)। তার বই ‘মন্যুমেন্ট টু সাফারিং এন্ড কারেজ ইন আওয়ার টাইম’ এর জন্য এ পুরস্কার পেলেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুইডেনে তার নাম ঘোষণা করে নোবেল প্রাইজ কমিটি।
সোয়েতলেনা আলেক্সিভিচ ১৯৬২ সালে ইউক্রেনে জন্মগ্রহন করেন। এই লেখিকার বাবা একজন বেলারুশ এবং মা ইউক্রেনিয়ান। তার বেড়ে ওঠা বেলারুশেই। স্কুল শেষে তিনি স্থানীয় কিছু পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। এরপর সাহিত্য ম্যাগাজিন নেম্যানে কাজ করেন এই লেখিকা।
সাংবাদিকতার সুবাদে দেশের অনেক বিষয় স্বচক্ষে দেখার সুযোগ হয় তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত ও আফগানিস্তন যুদ্ধ সামনে থেকে পর্যবেক্ষণ করেন তিনি। ২০০০ সালে বেলারুশ ত্যাগ করে প্যারিস, গুটেনবার্গ ও বার্লিনে বসবাস শুরু করেন এই নারী।
সাহিত্যে নোবেল পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪তম নারী হলেন সোয়েতলেনা আলেক্সিভিচ।

নিউজবাংলা/একে