নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরের কমলনগরে রেজিয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবআলীর বাড়ির পাশের একটি শসা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত এছহাক মিয়ার স্ত্রী।
![Ishurdi-Photo[1]](/wp-content/uploads/2015/10/Ishurdi-Photo1-360x200.jpg)
![atrai(_ruhul)_pic_09_10_15[1]](/wp-content/uploads/2015/10/atrai_ruhul_pic_09_10_151-360x200.jpg)