নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:

লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরের কমলনগরে রেজিয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবআলীর বাড়ির পাশের একটি শসা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত এছহাক মিয়ার স্ত্রী।

 

মহিলার মেয়ের জামাই মো. ইসমাইল জানান, ওই ইউনিয়নের তোরাব আলীর বাড়ির নুরু মিয়ার থেকে প্রায় ৩০ বছর আগে তার শ্বশুর জীবিত থাকাকালে ৫০ ডিসিম জমি কিনেন। ওই জমি তাদেরকে দখল দিলেও রেজিস্ট্রি দেননি তারা। জমি রেজিস্ট্রি নেওয়ার আশায় নুরু মিয়ার পরিবারের সব কাজকর্ম তার শাশুড়ি করেন। ঘটনার দিন সকালে তার শাশুড়ি তাদের (নুরু মিয়ার) বাড়িতে কাজ করতে যান। দুপুরে তার স্ত্রী কহিনুর তার মাকে দেখতে গেলে তার মা তাকে কাজ শেষ করে আসবেন বলে বাড়িতে পাঠিয়ে দেন। সন্ধ্যার পরে নুরু মিয়ার বাড়ির কেয়ারটেকার নুরুল আমিন তার হাতের মোবাইল ও টর্চলাইট রেখে আসছে বলে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের বাড়িতে আসে। এ নিয়ে নুরুল আমিনের সাথে তার স্ত্রী কহিনুরের কথা কাটাকাটি হয় এবং তাদের আত্মীয় স্বজনদের জানালে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও তাকে না পাওয়ায় কমলনগর থানাকে অবহিত করে। এরপর রাত একটার দিকে নুরু মিয়ার বাড়ির পাশে একটি শসা ক্ষেতে রেজিয়া খাতুনের লাশ পাওয়া যায়। যে জায়গায় তার লাশ পাওয়া যায় ওই খানে আধাঘণ্টা আগেও তারা অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু পাননি। লাশের কাপড়ের আাঁচলের সাথে সাড়ে চার কেজি শসা পলিথিনে বাধা অবস্থা ছিল বলে তিনি জানান।

কমলনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে; তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে