নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: ভোরের দ্বিতীয় আলো যখন উদিত হয়, আর দ্বিতীয় আলো হলো যা দিগন্তে বিস্তৃত হয়, আর তার শেষ সময় হলো যতক্ষণ না সূর্য উদিত হয়। কেননা হযরত জিবরীল [আ.] ইমামতি সম্পর্কিত হাদীছে বণির্ত আছে যে, তিনি প্রথম দিন ফজরের নামাযে রাসূলুল্লাহ্ [সা.] -এর ইমাম হয়ে সালাত আদায় করেন যখন আলো উদ্ভাসিত হয়।
