নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার দিকে মুজাহিদের ছোট ছেলে আলী আহম্মদ মাবরুরসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যান। সাক্ষাৎ শেষে ১১টা ২৫ মিনিটে তারা বেরিয়ে আসেন।

মুজাহিদের সঙ্গে দেখা করতে যান তার তিন ছেলে আলী আহম্মদ মাবরুর, তাজদিদ, তাকরির, মেয়ে তামরিন এবং স্ত্রী তামান্না ইসলাম।

তার আইনজীবী শিশির মনির জানান, নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে মুজাহিদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত করেছেন।

এর আগে গত ৩ অক্টোবর সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রায়পুনর্বিবেচনা (রিভিউ) করার আবেদন জানাবেন। এ ব্যাপারে প্রস্ততি নেওয়ার জন্য আইনজীবীদের পরামর্শ দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় প্রকাশ করেন। ওই দিনই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল পরের দিন ১ অক্টোবর ফাঁসির আসামির দণ্ড কার্যকরের জন্য তাদের মৃত্যু পরোয়ানা জারি করেন এবং তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

গত ১৬ জুন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ১ অক্টোবর দুজনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। রিভিউ করার জন্য তখন থেকে ১৫ দিন সময় পাবেন তারা।

 

নিউজবাংলা/একে