নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: বলিপাড়ায় এখন রণবীর ও ক্যাটরিনার বিয়ে নিয়ে ফিসফিসানির বেগ বেশ বেড়েছে। আর এর মাঝেই এক সাক্ষাতকারে বোমা ফাটালেন ক্যাট।

বললেন, রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই আমায় সবচেয়ে ভাল মানায়!
এখানেই থেমে থাকেননি নায়িকা! বলেছেন, এখনও পর্যন্ত জনপ্রিয় বলিউড জুটিদের মধ্যে তার আর অক্ষয় কুমারেরটাই না কি সেরা! “কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট মেনে নিচ্ছি, কিন্তু সত্যি”, বলছেন ক্যাটরিনা!
যে কোনও সাক্ষাতকারেই এখন ক্যাটরিনার কাছে খালি জানতে চাওয়া হয় রণবীরের কথা! ছুতোয়-নাতায় টেনে আনা হয় তার আর রণবীরের প্রসঙ্গ। এ বারেও ঠিক তাই হয়েছিল। এক কৌতূহলী সাংবাদিকের প্রশ্ন ছিল, রণবীর কপূরের সঙ্গে তার জুটিটাকে নিশ্চয়ই সেলুলেডেও উপভোগ করেন নায়িকা? প্রশ্ন করা মাত্রই এই বিস্ফোরক জবাবটি দেন ক্যাটরিনা!
ক্যাটরিনা যা-ই বলুন, হিসেব কিন্তু বলছে অন্য কথা। তার আর অক্ষয়ের জুটি যদি এতই ভাল হবে, তবে অক্ষয়ের সঙ্গে ছবির প্রস্তাব একের পর এক কেন ফিরিয়ে দিচ্ছেন তিনি?
আসলে তার আর অক্ষয়ের জুটির নাকি আর নতুন কিছু দেওয়ার নেই সেলুলয়েডে! সেই জন্যই অক্ষয়ের সঙ্গে ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি, জানালেন ক্যাটরিনা!

নিউজবাংলা/একে