নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে নিখোঁজ হওয়ার ৫ দিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র নাজমূল হোসেন এর। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া থেকে গত ৫ দিন আগে মোঃ নাজমুল হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়।

সে দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মহশীন আলীর ছেলে ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৩৫৬, তাং-৭/১০/২০১৫।

স্কুল ছাত্র নাজমুলের পিতা মহশীন আলী জানান, গত ৫ অক্টোবর সকাল ১১টার সময় পরীক্ষা দেওয়ার জন্য স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারি সেদিন অনুষ্ঠিত টেষ্ট পরীক্ষাতেই নাজমূল অংশ গ্রহণ করেনি। বাবার প্রশ্ন- তাহলে কোথায় গেল নাজমূল ? তিনি আরও জানান, ওই দিনের পর থেকে সম্ভাব্য সকল স্থানেই খোঁজ-খবর করা হয়েছে,কিন্তু ছেলের খোঁজ পাওয়া যায়নি। তিনি জানান, নাজমূল মেধাবী ছাত্র,কিন্তু বর্তমান সময়ের ছেলেদের মতো সে মোবাইল ফোন ব্যবহার করেনা। এলাকাবাসী জানায়,নাজমূল অত্যন্ত ভাল ও ভদ্র ছেলে। তার নিখোঁজ হওয়ার ঘটনাটি এলাকাবাসীকে চিন্তিত করে তুলেছে।

এবিষয়ে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের খাঁন জানান, নাজমূল তিনটি টেষ্ট পরীক্ষাতে অংশ গ্রহণ করেছে। ৪র্থ নম্বর পরীক্ষাতে অনুপুস্থিত ছিল। পরে জানতে পারি সে নিখোঁজ হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাস জানান,তারবর্তার মাধ্যমে নাজমূলকে উদ্ধারে সকল স্থানে খবর পৌছানো হয়েছে এবং চেষ্টা চলছে।

 

নিউজবাংলা/একে