টাঙ্গাইলে প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার
নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে শহরের প্যারাডাইসপাড়া এলাকা থেকে অজ্ঞাত নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে প্যারাডাইসপাড়া মন্দিরের কাছে রাস্তার পাশে একটি লাল প্লাস্টিকের ব্যাগে নবজাতকের মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নবজাতক শিশুটি মায়ের গর্ভে ৫-৬ মাস বয়সী ছিল। ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাতের পর মৃতদেহটি ফেলে রেখে গেছে।
নিউজবাংলা/একে