নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

ঢাকা: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ভারতের আহমেদাবাদে অবস্থিত প্রসিদ্ধ সোমনাথ মন্দির।

অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসবাদী সংগঠন থেকে মন্দিরের ট্রাস্ট বোর্ডে এমন হুমকি চিঠি আসার পর জারি করা হল চূড়ান্ত সতর্কতা।

চিঠি পাওয়ার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। কালবিলম্ব না করে জারি করা হয় সতর্কতা। মন্দিরে পৌঁছায় বম স্কোয়াড। তারা চিরুনি তল্লাশি শুরু করে গোটা মন্দির এলাকায়। তবে, শেষপাওয়া খবর অনুযায়ী তল্লাশিতে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। যদিও মন্দির চত্বর ও ওই এলাকায় আঁটসাট নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে।

নিউজবাংলা/একে