ভূমিকম্পে আতঙ্ক নয়,প্রয়োজন সতর্কতা

নিউজবাংলা: ০৪ জানুয়ারি, সোমবার:

আদিত্ব্য কামাল:

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটে এক শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তের কাছে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৭ মাত্রার। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারাদেশে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। জেনে নিন ভূমিকম্পের সময় করণীয়-

 

>ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে ফেলুন।

>ঘরে হেলমেট থাকলে সঙ্গে সঙ্গে মাথায় পরে নিন।

>এক মিনিট সময়ের মধ্যে বাসা থেকে বের হয়ে পড়ুন। আর সম্ভব না হলে তখনই মজবুত টেবিল, খাটের নিচে কিংবা পিলারের সঙ্গে অবস্থান করুন। মাথা রক্ষার জন্য বালিশ হাতের কাছে রাখতে পারেন।

>বাসা থেকে বের হওয়ার সময় খাবার পানি ও শুকনো খাবার থাকলে সেগুলো সঙ্গে নিয়ে বের হবেন।

>বাসা থেকে বের হয়ে যতটা সম্ভব খোলা জায়গায় গিয়ে অবস্থান করুন।

>বের হওয়ার সময় লিফট ব্যবহার না করাই ভালো। বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। তখন লিফট হয়ে উঠতে পারে মরণফাঁদ।

>ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি ব্যবহার করুন। কিন্তু ভুল করেও সিঁড়িতে আশ্রয় নেবেন না। ভবন ধসে পড়লে সবার আগে সিঁড়ি ধসে পড়ার শঙ্কাই বেশি থাকে।

>তাড়াহুড়ো করবেন না। যথাসম্ভব মাথা ঠাণ্ডা রাখুন।

>গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন। আশপাশে বড় ভবন নেই এমন জায়গায় গাড়ি পার্ক করতে পারেন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন না।

>টাকা বা অলঙ্কারের মতো কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, জীবনটাই সবচেয়ে বড় সম্পদ। অধিকাংশ ভূমিকম্পই মাত্র কয়েক সেকেন্ডে ভয়ংকর সর্বনাশ ঘটাতে পারে।

>বড় ভূমিকম্পের পর পরই আরেকটা ছোট ভূমিকম্প (আফটার শক) হতে পারে। তাই একবার ভূমিকম্প থেমে গেলেই নির্ভার হবেন না। সতর্ক থাকুন এবং বেশ কিছু সময় পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করুন।

>ঘটনার পর চিহ্নিত মিলিত স্থানে অবস্থান করুন, যাতে করে যেকোনো সমস্যা একসাথে মোকাবিলা করতে পারেন।

>যদি ভবন ধসে আটকাও পড়েন, বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পান, আশা হারাবেন না, সাহস রাখুন। সাহস আর আশাই আপনাকে বাঁচিয়ে রাখবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। উদ্ধারকারী পর্যন্ত আপনার চিৎকার বা সংকেত পৌঁছানো যায় কী করে, ভাবতে থাকুন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানায় আবারো সার উৎপাদন বন্ধ
Next: এবার আ.লীগ নেতা পেটাল পঞ্চম শ্রেণীর ছাত্রকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*