চারঘাটে বিপুল পরিমান ভেজাল গুড়সহ আটক এক

নিউজবাংলা: ০৭ জানুয়ারি, বৃহঃবার:

ইসাহাক আলী শেখ, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে ভেজাল গুড় তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমানের ভেজাল গুড় , গুড় তৈরির সামগ্রীসহ এক শ্রমিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

 

আটককৃত শ্রমিক দিনমজুর মাসুদ রানা উপজেলার গোপালপুর এলাকার আবু ছালামের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে কারখানার মুল মালিকসহ ৪ জনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, চারঘাট উপজেলার বিভিন্ন এলাকার এক শ্রেণীর অস্বাধূ গুড় ব্যবসায়ী অধিক মুনাফার আশায় গো খাদ্য হিসেবে ব্যবহৃত চিটা লালি গুড়ের সাথে চিনি, আটা, রংসহ বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী ব্যবহার করে চকচকে সাদা গুড় তৈরি করে বাজারজাত করে আসছিল। তারই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুড় তৈরি কারখানা আবিস্কারসহ আটক করা হয় একাধিক ব্যাক্তিকে। তবে যাদের আটক করা হয় তারা মুলত শ্রমিক মাত্র। কিন্তু সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যায় লাঘব বোয়ালরা। ফলে বন্ধ হয়নি ভেজাল গুড় তৈরির রমরমা বানিজ্য। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ জানতে পারে মেরামতপুর এলাকায় জনৈক ব্যাক্তির বাড়ীতে চিটা লালি গুড়ের সাথে চিনি, আটা, রংসহ বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী দিয়ে চকচকে সাদা গুড় তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, চারঘাটের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর অস্বাধূ গুড় ব্যবসায়ী গো খাদ্য হিসেবে ব্যবহৃত চিটা লালির সাথে বিভিন্ন ধরনের উপকরন সাম্রগীর সংমিশ্রনে চকচকে সাদা গুড় তৈরি করে আসছে। তাদের মুল হোতাকে আটক না করা পর্যন্ত থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত ভাবে পরিচালিত হবে। তবে এ জন্য চারঘাটের সর্বস্তরের জনগনকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*