নিউজবাংলা: ০৭ জানুয়ারি, বৃহঃবার:
মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥
পিতার কাঁধে চড়ে এ বছর জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিবন্ধি মেধাবী শিক্ষার্থী বেলাল পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে। পায়ের আঙ্গুলের ফাঁকে চক কিংবা পেন্সিল দিয়ে লেখা শিখিয়েছে তার মা হোসনেয়ারা বেগম।
কিন্তু মেধাবী ছেলেটির দুটি হাত নেই। দুটো পা আছে। নেই হাঁটু। পিতা মাতা শিক্ষকদের সহযোগিতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর দাীখল মাদ্রাসা থেকে সে জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষায় খাতায় লিখছে এক পায় ভর করে টানা তিন ঘন্টা দাড়িয়ে অন্য পায়ের আঙ্গুল দিয়ে। লিখছেও দ্রুত। এভাবে পরাশোনা করে অসাধ্যকে সাধন করেছে বেল্লাল। বেল্লাল জানায়,আমি পড়া ল্যাহা কইরা একজন শিক্ষক অমু (হবো)। শিক্ষক হইয়্যা কাম্পিউটারের মাধমে ডিজিটাল পদ্ধতিতে শিশুদের পড়া ল্যাহা করামু। শিক্ষা গ্রহন নিয়া বঞ্চিত সকল শিশুদের পড়াইয়্যা দেশ দিয়া নিরক্ষতা দুর করামু। চোঁখের পানি ছেড়ে বেল্লালের পিতা মোঃ খলিলুর রহমান বলেন, আমি গরিব,আমার কোন জমি জমা নাই। আনমেরা আমার পোলার লইগ্যা দোয়া করবেন। ও শিক্ষক অইতে চায়। মেধাবী বেল্লালের শিক্ষা প্রতিষ্ঠান উমেদপুর দাখিল মাদ্রসার সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, বেলালের মেধা আছে নেই শারীরিক সক্ষমতা। পা দিয়ে লিখে এ বছর জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এই মাদ্রাসা থেকে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সবাই পাশ করেছে, তবে বেলালসহ ১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments