নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। এই দিনে স্বপরিবারে শাহাদাৎ বরণ করেছিলেন জাতীর জনক ও হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে গোটা জাতি। এরই অংশ হিসেবে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ ধারন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য আবাসিক হল, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শোক র‌্যালি করেছে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে শুরু হয়ে প্যারিস রোড দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহা. রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাতিল সিরাজ (শুভ), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রভাষক মামুন আব্দুল কাইয়ুমসহ দেড় শতাধিক শিক্ষক।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

নিউজবাংলা/একে