নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

আব্দুল্লাহ্ আল মাসুদ:

টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয় ।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয় । এ সময় কালো ব্যাজ ধারন ও শোক র‌্যালী বের হয় এতে কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা অংশ গ্রহন করেন। এ ছাড়া শিক্ষাথীদের মাঝে কবিতা পাঠ, চিত্রাঙ্কন, হামদ্ ও নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শোক কর্মসূচীটি প্রানেশ রঞ্জন রায়ের সভাপতিতে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ শরিফা রাজিয়া।

নিউজবাংলা/একে