নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:

আব্দুল্লাহ আল নোমান:

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক আয়োজিত শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোক র‌্যালী বের করা হয় । র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভাসানী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় র‌্যালীতে অংশ গ্রহন করেন টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা ৫ আসনের সংসদ সদস্যা মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনু, কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড এর খন্দকার জহুরুল হক ডিপটি। জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হাসান (ছোট মনি )। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

 

নিউজবাংলা/একে