ভূঞাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
মো. রবিউল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হয়েছে।
শনিবার সকাল থেকে শোক র্যালি ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করে। সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে শোক র্যালি করে। পরে উপজেলা চত্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. লুৎফর রহমানের সঞ্চালনায় এবং নবাগত উপজেলা নিবার্হী অফিসার আব্দুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফতার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বেবী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ মজিদ মিঞা, থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল কবির, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া, মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহেরুল ইসলাম তোতা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল কবির তুহিন, ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ মিঞা সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
নিউজবাংলা/একে